কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় নৌ-যান বন্ধ
প্রকাশিত : ০৯:৩৮ পূর্বাহ্ণ, ২৮ ডিসেম্বর ২০২২ বুধবার ১০১ বার পঠিত
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে বুধবার ভোর সাড়ে ৫টা থেকে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এ সময় যাত্রীরা ঘাট এলাকায় দীর্ঘ সময় অপেক্ষায় থেকে চরম দুর্ভোগে পড়েন।
আরিচা অফিসের বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৫টার দিকে এ নৌ-রুটে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে ফেরি ও লঞ্চসহ সকল নৌ-যান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। নৌ-দুর্ঘটনা এড়াতে ঘাট এলাকায় ফেরিগুলো নোঙর করে রাখা হয়েছে।
এ নৌ-রুটে ১০টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হয়। এছাড়া, আরিচা-কাজীরহাট নৌ-রুটে ঘন কুয়াশার মধ্যে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এ নৌ-রুটে ৪টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হয়।
আরিচা অফিসের বিআইডব্লিউটিসির এজিএম আব্দুস সালাম জানান, সকাল সাড়ে ৫টার দিকে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে নৌ-দুঘর্টনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীর হাট নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কুয়াশা কমতে থাকলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।