কিয়েভের মিসাইল কারখানায় রাশিয়ার হামলা
প্রকাশিত : ১০:৩৭ অপরাহ্ণ, ২৬ জুন ২০২২ রবিবার ১১৫ বার পঠিত
ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি মিসাইল কারখানায় হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় রোববার ভোরে ওই কারখানায় মিসাইল হামলা চালানো হয় বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘সামরিক অবকাঠামো হিসেবে আর্টিওম ফ্যাক্টরি হামলার লক্ষ্য ছিল’। অবশ্য কিয়েভের আবাসিক ভবনে হামলার জন্য ইউক্রেনকেই দায়ি করেছে রাশিয়া।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়েল দাবি, ওই কারখানার পাশে অবস্থিত আবাসিক ভবনটি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা মিসাইলের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেন, কাস্পিয়ান সাগর থেকে নিক্ষেপ করা মিসাইল কিয়েভের অ্যাপার্টমেন্টে আঘাত হানে। এই হামলায় অন্তত একজন নিহত হয়েছেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।