কালিয়াকৈরে স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা, ভাড়াটিয়া দম্পত্তি আটক
প্রকাশিত : ১০:৫১ পূর্বাহ্ণ, ১৮ নভেম্বর ২০২০ বুধবার ১২৭ বার পঠিত
গাজীপুরের কালিয়াকৈরে লামিয়া নামে এক স্কুল ছাত্রীকে গলা কেটে হত্যা করেছে বাড়ির ভাড়াটিয়া। এ ঘটনায় ভাড়াটিয়া দম্পত্তিকে আটক করা হয়েছে।
নিহত লামিয়া (১০) কালিয়াকৈর উপজেলার সুত্রাপুর এলাকার সাহেব আলীর মেয়ে। সে প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, তিনমাস আগে বগুড়া সদর উপজেলার ফুলবাড়ি উত্তরপাড়া এলাকার বিল্লাল হোসেনের ছেলে সুমন মিয়া ও তার স্ত্রী মিলি বেগম উপজেলার সুত্রাপুর এলাকার সাহেব আলীর বাসা ভাড়া নিয়ে বসবাস করে। দুই দিন আগে ৫ হাজার টাকা বাসা ভাড়া বাকী নিয়ে বাক বিতণ্ডা হয়। এতে ক্ষিপ্ত হয়ে সুমন ও তার স্ত্রী মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে বাড়ীর মালিকের মেয়ে লামিয়াকে জবাই করে হত্যার পর পাশের খালের পানিতে ফেলে রাখে। পুলিশ ঘটনাস্থলে থেকে মঙ্গলবার গভীর রাতে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে । এ সময় সুমন ও তার স্ত্রীকে পুলিশ আটক করেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, স্বামী-স্ত্রী দুই জনকে আটক করা হয়েছে। হত্যার কারণ জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।