কাকে করুণা না করার ইঙ্গিত দিলেন পরীমনি
প্রকাশিত : ১০:৪৮ পূর্বাহ্ণ, ২ জুন ২০২৩ শুক্রবার ৮৬ বার পঠিত
স্বামী শরিফুল রাজের ফেসবুক থেকে তিন অভিনেত্রীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁসের ঘটনায় দুদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি।
এরই মধ্যে বৃহস্পতিবার বিকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে রহস্যময় এক স্ট্যাটাস দিয়েছেন এ চিত্রনায়িকা। সেই স্ট্যাটাসে কারও নাম উল্লেখ না করে পরীমনি লেখেন— ‘দিদি মিড লাইফ ক্রাইসিস ঠিকঠাক ডিল না করাটাও কিন্তু বিশাল মানসিক সমস্যা। একবার ৬ তলা বাড়ির মালিক বানিয়ে দিয়েছিলেন আমাকে। বাড়িটি এখনো খুঁজে পাওয়া যায়নি। এখন আবার আমার ঘরের মধ্যে ঢুকে পড়তে যাবেন না দিদি।’
ক্ষোভ প্রকাশ করে পরীমনি আরও লেখেন— ‘এবার কিন্তু আমি আর ছেড়ে কথা বলব না আপনাকে। আর কোনো করুণা হবে না আপনার মিড লাইফ ক্রাইসিস নিয়ে।’
এমন স্ট্যাটাস দেখে অনেকেই ভাবছেন, কার উদ্দেশে এমনটি লিখলেন নায়িকা? পরীমনি কারও নাম না বললেও দেশের কয়েকটি সংবাদমাধ্যম তাদের খবরে সিনিয়র একজন নায়িকার কথা উল্লেখ করেছেন। এর আগেই সিনিয়র সেই নায়িকা পরীমনির বাড়ি-গাড়ি নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।