মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কর্মসংস্থান নিশ্চিত করতে অনার্স/ডিগ্রি পাস কোর্সের মধ্যে ছোট ছোট কোর্স এমবেড করতে হবে : শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ০৯:১১ অপরাহ্ণ, ১২ জুন ২০২২ রবিবার ২৫৯ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে কর্মমুখী শিক্ষা নিশ্চিতে ১২টি স্কিল-বেইজড পিজিডি প্রোগ্রাম নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করতে হলে অনার্স/ডিগ্রি পাস কোর্সের মধ্যে ছোট ছোট কোর্স এমবেড করতে হবে। রেগুলোর কোর্সের পাশাপাশি শিক্ষার্থীরা এই কোর্সগুলো করবে। এগুলোর সময়সীমা হতে পারে ছয় সপ্তাহ/চার সপ্তাহের কোর্স। সময়োপযোগী এসব ছোট ছোট কোর্স কর্মসংস্থানে দারুণ কাজে দেবে। আমি বিশ্বাস করি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেই সক্ষমতা রয়েছে, যাতে তারা এগুলো চালু করতে পারে।

ইতোমধ্যে এই বিশ্ববিদ্যালয় অনেকগুলো যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে। এরমধ্যদিয়ে উচ্চশিক্ষায় পরিবর্তন সূচিত হয়েছে। কর্মমুখী এসব কোর্স চালু হলে দেশের উচ্চশিক্ষায় আরও বেশি কোয়ালিটি নিশ্চিত হবে। আমাদের মানবসম্পদ উন্নয়নে অনেক বড় পরিবর্তন আসবে।’

সভাপতির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়নে যা যা করণীয় তা করতে বদ্ধ পরিকর। রেগুলার কোর্সের পাশাপাশি আমরা আরও নতুন কোর্স করবো, যেগুলো শর্ট কোর্স হিসেবে আসবে। আমাদের সীমাবদ্ধতা চিহ্নিত করতে পেরেছি। এসব সমাধান করে স্বাধীনতার শতবর্ষে আমরা আলোকিত প্রজন্ম উপহার দিতে পারবো। আলোকিত মানুষ গড়ে তুলবো।’

যে ১২টি পিজিডি প্রোগ্রাম নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে সেগুলো হলো- ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি), ল্যাংগুয়েজ ইংলিশ অ্যান্ড অ্যারাবিক, অন্ট্রাপ্রেনারশিপ, ফার্মিং টেকনোলজি, ডাটা অ্যানালাইসিস, ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ক্যাপিটাল মার্কেট অ্যান্ড ইনভেস্টমেন্ট, সার্টিফাইড অ্যাকাউন্টিং টেকনিশিয়ান, সাইবার সিকিউরিটি, সিকিউরিটি ম্যানেজমেন্ট। ওয়ার্কশপে গ্রুপ ওয়ার্ক এর মাধ্যমে ১২টি বিষয়ে কোর্স টাইটেল, আউট লাইন, সিলেবাস, প্রোপোজাল, অবজেকটিভসসহ প্রভৃতি নিয়ে বিস্তর আলোচনা করা হয়।

ওয়ার্কশপে বিষয় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মীজানুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দিন মিয়া, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের শিক্ষক ও বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সভাপতি প্রফেসর ড. খন্দকার বজলুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. ফকরুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. ধীমান কুমার চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. উপমা কবির, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের জেনারেল ম্যানেজার মোহাম্মেদ আহসানুল্লাহসহ বিশ্ববিদ্যালয়ের ডিনবৃন্দ, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, কলেজ অধ্যক্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিভাগীয় প্রধানগণ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT