করোনা; ভারতের কমেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা
প্রকাশিত : ১১:২৬ পূর্বাহ্ণ, ১৩ অক্টোবর ২০২০ মঙ্গলবার ৪৬ বার পঠিত
মহামারী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পরই ভারতের অবস্থান। ৬৩ দিন পর দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমেছে। আজ মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সোমবার দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ৮২ জন। পরিসংখ্যান অনুযায়ী, টানা ৬৩ দিন পর করোনার সংক্রমণ কমেছে ভারতে।
এদিকে, ৭৭ দিন পর ভারতে করোনায় মৃত্যুর সংখ্যাও কমেছে। গত সোমবার ভারতে করোনায় মারা গেছে ৬৯৬ জন। এর আগে ২৭ জুলাই এ সংখ্যা ছিল ৬৩৮।
ভারতে ৭১ লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৬১ লাখ সুস্থ হয়ে গেছেন। এখনো করোনার সঙ্গে লড়ছেন ৮ লাখ ৪১ হাজার ৬৬৮ জন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।