করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে পরিকল্পনা মন্ত্রী
প্রকাশিত : ০৩:০৪ অপরাহ্ণ, ১৩ অক্টোবর ২০২০ মঙ্গলবার ৩৮ বার পঠিত
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান করোনায় আক্রান্ত হয়েছেন। তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করানো হয়েছে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসেংযোগ কর্মকর্তা শাহেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মন্ত্রী শরীরে জ্বর অনুভব করায় করোনা পরীক্ষা করা হয়। গতকাল রাত ১২টা দিকে তার ফল পজিটিভ আসে। আজ দুপুরে তাকে সিএমএইচে ভর্তি করানো হয়েছে।
এছাড়া পরিকল্পনা কমিশনের সচিব পদমর্যাদার আর্থ সামাজিক বিভাগের সদস্য আবুল কালাম আজাদও করোনা আক্রান্ত হয়েছেন বলে তিনি জানান।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।