করোনায় আক্রান্ত স্বাস্থ্য অধিদফতরের ডিজি
প্রকাশিত : ০২:২৩ অপরাহ্ণ, ২০ মার্চ ২০২১ শনিবার ৩০ বার পঠিত
কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। আজ শনিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) ডা. মিজানুর রহমান।
মিজানুর রহমান নিজেও করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি জানান, করোনাভাইরাসের উপসর্গ দেখা দেওয়ার পর তারা পরীক্ষা করান। দুইদিন আগে তাদের রেজাল্ট পজিটিভ আসে। তারা উভয়েই ভালো আছেন। নিজ নিজ বাসায় আইসোলেশেনে আছেন।
স্বাস্থ্য অধিদফতরের একটি সূত্র জানিয়েছে, কয়েক দিন আগে অধিদফতরের ৮ থেকে ১০ জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হন। ডিজি ও লাইন ডিরেক্টর তাদের সংস্পর্শে ছিলেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।