করোনায় আক্রান্ত দিলীপ ঘোষ
প্রকাশিত : ১০:০৫ পূর্বাহ্ণ, ১৭ অক্টোবর ২০২০ শনিবার ১২১ বার পঠিত
করোনায় আক্রান্ত হয়েছেন বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাকে ভর্তি করা হয়েছে সল্টলেকের একটি বেসরকারি (আমরি) হাসপাতালে।
হাসপাতাল সূত্রে খবর, দিলীপ ঘোষের শরীরে জ্বর রয়েছে। তার চিকিৎসা চলছে এবং তাকে ভর্তি করা হয়েছে হাই ডিপেনডেনসি ইউনিট (এইচ.ডি.ইউ)-তে। তার শরীরের অক্সিজেনের মাত্রাও স্বাভাবিক আছে। এই মুহুর্তে ভয়ের কোন কারণ নেই।
গত কয়েকদিন ধরেই মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ শারিরীক অসুস্থতা অনুভব করছিলেন। তারপরই তার করোনা পরীক্ষা করা সিদ্ধান্ত নিয়েছিলেন চিকিৎসকরা। গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) তার করোনার রিপোর্ট পজিটিভ হওয়ায় রাতেই সল্টলেকের ওই হাসপাতালে ভর্তি করা হয়। যদিও জ্বর ছাড়া দিলীপ ঘোষের অন্য কোন উপসর্গ দেখা যায়নি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।