করোনার দ্বিতীয় ঢেউ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রকাশিত : ০২:৩৫ অপরাহ্ণ, ২৯ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার ১৯৬ বার পঠিত
করোনাভাইরাসের কারণে দেশের অর্থনীতি যাতে গতিশীলতা না হারায়, সেদিকে বিশেষ লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে করোনার দ্বিতীয় ঢেউ রোধে সবাইকে বিশেষভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে যুক্ত হয়ে ২০২০ সালের স্বাধীনতা পুরস্কার তুলে দেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিএনপি স্বাধীনতার ইতিহাস বিকৃতির সব চেষ্টা করলেও, বর্তমান সরকার বাংলাদেশের ইতিহাস তুলে ধরতে কাজ করছে। করোনার দ্বিতীয় ঢেউ রোধে সব প্রস্তুতি রয়েছে বলে জানান সরকারপ্রধান। তবে সবাইকে বিশেষভাবে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার আহ্বান জানান তিনি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।