করোনার ছোবলে প্রাণ গেল আরও সাড়ে ১০ হাজারের বেশি মানুষের
প্রকাশিত : ১০:০৫ পূর্বাহ্ণ, ৪ মার্চ ২০২১ বৃহস্পতিবার ২৪ বার পঠিত
বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় আরও সাড়ে ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনাভাইরাস। সবমিলিয়ে মোট প্রাণহানি ২৫ লাখ ৭১ হাজারের কাছাকাছি।
দিনের সর্বোচ্চ ২৩শ’র বেশি মৃত্যু দেখল যুক্তরাষ্ট্র। মার্কিন মূলুকে মোট ৫ লাখ ৩২ হাজারের মতো মানুষ প্রাণ হারিয়েছেন করোনায়।
বুধবার, ১৮শ’র ওপর মৃত্যুতে ব্রাজিলে মোট প্রাণহানি দু’লাখ ৬০ হাজারের কাছাকাছি। এদিন, হাজারের ওপর মৃত্যু দেখেছে মেক্সিকোও।
এছাড়া, রাশিয়া ও স্পেনে সাড়ে ৪শ’ মানুষ মারা গেছেন করোনাভাইরাসে। ২৪ ঘণ্টায় ৪ লাখ ৩৪ হাজারের বেশি মানুষের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। ফলে, বিশ্বে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ কোটি ৫৭ লাখের ওপর।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।