কন্যা সন্তানে যারপরনাই খুশি আতিফ আসলাম
প্রকাশিত : ০৬:৫২ পূর্বাহ্ণ, ২০ মে ২০২৩ শনিবার ১৪ বার পঠিত
সম্প্রতি কন্যা সন্তানের বাবা হয়েছেন ভারতীয় জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আসলাম। কন্যার নাম রেখেছেন ‘হালিমা আতিফ আসলাম’।
কন্যার বাবা হয়ে আতিফ আসলামের খুশির যেন শেষ নেই। এবার নতুন এক মন্তব্য করলেন তিনি। আতিফ আসলাম বলেন, কন্যা সন্তানের জন্ম ২০২৩ সালকে আরও বেশি আনন্দঘন করে তুলেছে।
আসছে জুনে তার গৌরবান্বিত ক্যারিয়ারের দুই দশক উদযাপন উপলক্ষ্যে সপরিবারে যুক্তরাজ্য ও ইউরোপে ঘুরতে যাচ্ছেন এই গায়ক। তার আগেই এ মন্তব্য করলেন তিনি।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসকে (আইএএনএস) দেওয়া এক বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
২০১৩ সালের ২৯ মার্চ শিক্ষাবিদ সারাহ ভারওয়ানাকে বিয়ে করেন আতিফ আসলাম। এরপর তাদের ঘরে জন্ম নিয়েছে দুই পুত্র। যাদের নাম আবদুল আহাদ ও আরিয়ান আসলাম।
পাকিস্তানের গায়ক হলেও আতিফ আসলামের জনপ্রিয়তা উপমহাদেশজুড়ে। বলিউডে বেশ কয়েকটি সুপারহিট গান গেয়েছেন তিনি। ২০০৫ সাল থেকে ২০১৯ সাল অব্দি বহু হিন্দি সিনেমায় কণ্ঠ দিয়েছেন আতিফ। এরপর ভারত-পাকিস্তান দ্বন্দ্ব-লড়াইয়ের জেরে পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করা হয় বলিউডে।
আতিফের কণ্ঠে জনপ্রিয় কয়েকটি হিন্দি গান হলো- ‘ও লামহে’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘তু জানে না’, ‘তেরা হোনে লাগা হু’, ‘তেরে লিয়ে’, ‘পিয়া ওরে পিয়া’, ‘জিনে লাগা হু’, ‘ম্যায় রাঙ্গ শারবাতো কা’, ‘জিনা জিনা’, ‘তেরে সাং ইয়ারা’, ‘দিল দিয়া গাল্লা’ ইত্যাদি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।