ওয়ারীতে গ্যাসলাইনে বিস্ফোরণে দগ্ধ ৫
প্রকাশিত : ০৯:২৯ পূর্বাহ্ণ, ৮ জুন ২০২৩ বৃহস্পতিবার ৬৯ বার পঠিত
রাজধানীর ওয়ারীতে গ্যাস লাইনে আগুন লেগে পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের সবাইকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (৬ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে এই আগুনের ঘটনা ঘটে। তাদের দ্রæত শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন- মো. সুমন ওরফে হেলাল ((৪০) আব্দুর রশিদ (৬৫), মো. মামুন (৫০), মো. সোহেল (৩৫), মো. আনোয়ারুল (২১)।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জান ডা. তরিকুল ইসলাম জানান, পুরান ঢাকার টিপু সুলতান রোড এলাকায় থেকে আগুনের ঘটনায় দগ্ধ হয়ে পাঁচজন আমাদের এখানে এসেছেন। তাদের মধ্যে- মোহাম্মদ সোহেলের ৮০ শতাংশ, মোহাম্মদ মামুনের ১২ শতাংশ, মোহাম্মদ ইনামুলের ২২ শতাংশ, মো. হেলালের ১০ শতাংশ ও আব্দুর রশিদের ৭ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবাইকে অবজারভেশনে রাখা হয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।