সোমবার ২৭ মার্চ ২০২৩, ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ওয়ানডেতে সাত হাজারি ক্লাবে সাকিব

প্রকাশিত : ০৬:০৫ অপরাহ্ণ, ১৮ মার্চ ২০২৩ শনিবার ১৩ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

তামিম ইকবালের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৭ হাজার রান করলেন সাকিব আল হাসান। কার্টিস ক্যাম্পারের বলে ১ রান নিয়ে এই মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। মাইলফলক থেকে ২৪ রান দূরে থেকে এই ম্যাচ খেলতে নেমেছিলেন সাকিব।

এছাড়া ওয়ানডে ক্রিকেটে ৭ হাজার রান ও ৩০০ উইকেটের ‘ডাবল’ও পূর্ণ করলেন সাকিব। আগে থেকে এই ক্লাবে আছেন শ্রীলঙ্কার সনাৎ জয়াসুরিয়া ও শহিদ আফ্রিদি। তবে এই দুজনের চেয়ে অনেক কম ম্যাচ লেগেছে সাকিবের।

আফ্রিদি এই ডাবল পূরণ করেন ৩৪১ ম্যাচে। জয়সুরিয়ার লেগেছিল ৩৯৭ ম্যাচ। সাকিব ছুঁলেন ২২৮ ম্যাচে। ৭ হাজার রানে পৌঁছতে ২২৮ ওয়ানডের ২১৬ ইনিংসে ব্যাটিং করেছেন সাকিব।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৩ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT