ওমানে প্রেমের জেরে বাংলাদেশি যুবকের আত্মহত্যা
প্রকাশিত : ০৯:২২ পূর্বাহ্ণ, ২২ জানুয়ারি ২০২৪ সোমবার ৪২ বার পঠিত
ওমানের মাসকাটে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার শাকিল (২৪) নামে এক বাংলাদেশি যুবক আত্মহত্যা করেছেন। প্রেমের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা নিহতের স্বজনদের।
শনিবার সকালে ওমানের মাসকাট শহরে এ আত্মহত্যার ঘটনা ঘটে।
নিহত সফি উল্যাহ শাকিল উপজেলার বসুরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের করালিয়া এলাকার কাশেম মিয়ার নতুন বাড়ির শহিদ উল্যার ছেলে।
নিহতের ছোট ভাই মো. আবদুল্লাহ বলেন, জীবিকার তাগিদে তার বড় ভাই শাকিল ১১ মাস আগে ওমানের মাসকাট শহরে পাড়ি জমান। সেখানে তিনি ইলেকট্রিক পাইপ ফিটারের কাজ করতেন। শনিবার সকালে মাসকাটে তার থাকার ঘরের পাশে একটি নির্মাণাধীন ভবনে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। পরে তার লাশ উদ্ধার করে ওই দিন সকালে কোম্পানির ফোরম্যান বিষয়টি দেশে ফোনে আমাদের জানান।
তিনি আরও বলেন, পরিবারের সবার সঙ্গে ওই দিন রাতেও কথা বলেছিলেন। আমরা যতটুকু জেনেছি তিনি দেশে একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। তার সঙ্গে রাগ-অভিমান করে এ আত্মহত্যা করেছে বলে ধারণা করছি। এ সময় তিনি শাকিলের মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।