এসব দেখলে আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত হই: মেহজাবিন
প্রকাশিত : ০৭:২৬ অপরাহ্ণ, ৮ জানুয়ারি ২০২৩ রবিবার ১১ বার পঠিত
নাটকের প্রিয়মুখ মেহজাবিন চৌধুরী। সারা বছরই ব্যস্ত সময় কাটে। উৎসব-পার্বনে তার নাটকের বিনোদনের অন্যতম অনুসঙ্গ।
১ জানুয়ারি মেহজাবিন চৌধুরী অভিনীত ‘কাজলে দিনরাত্রি’ নামের একটি একক নাটক দীপ্ত টিভিতে প্রচার করা হয়। এ নাটকে মেহজাবিনকে একেবারেই ভিন্নধর্মী একটি চরিত্রে দেখা গেছে।
সত্য ঘটনা অবলম্বনে নাটকটি নির্মাণ করছেন ভিকি জাহেদ। টেলিভিশনে প্রচারের পর নাটকটি ইউটিউবে আপলোড করা হয়। সেখানে দেখা যায়, দর্শক নাটকটি বেশ উপভোগ করছেন। মন্তব্যের ঘরেও রয়েছে মেহজাবিনের প্রশংসা।
এ নাটকে মেহজাবিনের বিপরীতে অভিনয় করেন তৌসিফ মাহাবুব।
‘কাজলে দিনরাত্রি’ নাটকটি প্রসঙ্গে মেহজাবিন বলেন, ‘নতুন বছরের শুরুতে কাজলে দিনরাত্রি দর্শকদের ভালো লেগেছে, এটি দেখে আমারও বেশ ভালো লাগছে। এসব দেখলে আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত হই। আশাকরি আগামীতে এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।