এমবাপ্পে জাদুতে নাটকীয় জয় পিএসজির
প্রকাশিত : ১২:২৬ অপরাহ্ণ, ১৯ এপ্রিল ২০২১ সোমবার ২৩৯ বার পঠিত
ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে নাটকীয় জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। ম্যাচের ৭৬ মিনিট পর্যন্ত কোনও গোল না হলেও বাকি সময়ে গোল হয়েছে পাঁচটি। এর মধ্যে তিনটি করেছে পিএসজি, অন্য দুটি সেঁত এতিয়েন।
নিজেদের মাঠ পার্ক দেস প্রিন্সেসে প্রথমার্ধে কোনও গোলের দেখা পায়নি পিএসজি। প্রতিপক্ষ এতিয়েনও কোনও গোল দিতে পারেনি। তবে ম্যাচের ৭৭ মিনিটে এতিয়েনের দেনিস বোয়াঙ্গা গোল করলে পিছিয়ে পড়ে পিএসজি। তবে দুই মিনিট পরেই পিএসজিকে সমতায় ফেরান ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। আর ৮৭তম মিনিটে পেনাল্টি থেকে গোলে করে পিএসজিকে ২-১ গোলে এগিয়ে দেন তিনি।
যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে এতিয়েনকে সমতায় ফেরান রোমাইন আমুমা। তবে নাটক তখনও শেষ হয়নি, ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল করে পিএসজিকে জয় এনে দেন মাওরো ইকার্দি।
এই জয়ে লিগে ৩৩ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে এমবাপ্পেরা। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিল। ৩৯ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে রয়েছে সেঁত এতিয়েন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।