সোমবার ২০ জানুয়ারি ২০২৫, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

‘এবার পুলিশ তাড়াবে না, পাহারা দিয়ে নিয়ে যাবে’

প্রকাশিত : ০৫:১৭ অপরাহ্ণ, ২০ ডিসেম্বর ২০২৩ বুধবার ৫৫ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

দ্বাদশ সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি। তার নির্বাচনি প্রতীক ট্রাক। এই প্রতীক নিয়ে নির্বাচনে জিততে মাঠ চষে বেড়াচ্ছেন এ চিত্রনায়িকা। দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি।

এদিকে মাহির বিপরীতে লড়ছেন টানা তিনবারের এমপি ওমর ফারুক চৌধুরী। ধারণা করা হচ্ছে, তার সঙ্গেই মূল লড়াই করতে হবে মাহিকে। অন্যদিকে ওমর ফারুক হেভিওয়েট প্রার্থী ও ব্যাপক প্রভাবশালী হওয়ায় ভোটাররা মাহির পক্ষে কাজ করতে কিছুটা শঙ্কা প্রকাশ করছেন।

তবে মাহি ভোটারদের প্রতিশ্রুতি দিচ্ছেন— এবার পুলিশ তাড়াবে না; পাহারা দিয়ে নিয়ে যাবে ট্রাক মার্কা ভোট দিতে সবাইকে। যদি ট্রাক মার্কায় ভোট না দিলে আগামী পাঁচ বছর উন্নয়ন থেকে বঞ্চিত হবে এলাকা।

ভোটের প্রচার-প্রচারণা শুরুর দিন থেকেই গণসংযোগ করে আসছেন। ভোটের মাঠে নায়িকাকে দেখেই ছুটে আসছেন ভোটাররা। নায়িকাকে কাছে পেয়ে অনেকেই সেলফি তুলছেন। হাসিমুখে সবার আবদারও পূরণ করছেন মাহি। সব পেশার মানুষের সঙ্গে তুলছেন সেলফি।

আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে রাজশাহী-১ আসনে টানা তিনবারের এমপি ওমর ফারুক চৌধুরীর সঙ্গে ভোটের লড়াইয়ে নেমেছেন মাহিয়া মাহি। তার নানার বাড়ি তানোর উপজেলার মুণ্ডুমালায়। পার্শ্ববর্তী চাঁপাইনবাবগঞ্জের নাচোলে তার নিজের বাড়ি।

রাজশাহী-১ আসনে মাহিয়া মাহি, ওমর ফারুক চৌধুরী ও আওয়ামী লীগ নেতা এবং স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানীর লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। আলোচনায় আছেন বিএনএমের প্রার্থী শামসুজ্জোহা বাবুও।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT