মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫, ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম
◈ ঢাকায় গাইবেন পাকিস্তানি গায়িকা আইমা বেগ ◈ ইস্তাম্বুলের মেয়রকে কারাগারে পাঠালো তুরস্কের আদালত, বিক্ষোভে উত্তাল দেশ ◈ গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়াল ◈ বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে চীনে বৈঠকে যাচ্ছে বিডা ◈ এপ্রিলে শুরু হচ্ছে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষামূলক কার্যক্রম ◈ ট্রাম্পের ‘দখল’ হুমকির মধ্যেই, কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা ◈ গত কয়েক দিনে ছাত্র নেতাদের বক্তব্য জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে: নুর ◈ ক্যান্সার রোগীদের পাশে ReVouge ও উজ্জ্বলা ফাউন্ডেশন ◈ নাটক বন্ধ করেন, নির্বাচন কবে বলেন: মাসুদ কামাল ◈ ৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন

একদিনে ২৩,৬৬০ কোটি রুপির সম্পদ হারালেন আদানি, আম্বানি-মাস্ক কত?

প্রকাশিত : ০৮:৫৩ পূর্বাহ্ণ, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার ১৮ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ভারতের তৃতীয় বৃহত্তম শিল্পগোষ্ঠী আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি মাত্র একদিনে ২৩,৬৬০ কোটি টাকার বেশি (২.৭৩ বিলিয়ন ডলার) সম্পদ হারিয়েছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স অনুসারে, এর ফলে তার নিট সম্পদ নেমে এসেছে ৬৬.১ বিলিয়ন ডলারে।

একই সঙ্গে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় আরও পিছিয়ে পড়েছেন ভারতের এই ধনকুবের। বর্তমানে ২৩তম স্থানে রয়েছেন তিনি।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স জানিয়েছে, চলতি বছরের প্রথম ৪৫ দিনেই আদানির সম্পদ ১২.৬ বিলিয়ন ডলার কমেছে। এর ফলে এশিয়ার শীর্ষ ধনীদের তালিকায়ও তৃতীয় স্থানে নেমে যাওয়ার ঝুঁকিতে রয়েছেন তিনি।

শুধু আদানিই নয়, টানা আট দিন ধরে পতন চলছে ভারতের শেয়ারবাজারে। যার ফলে দেশটির শীর্ষ শিল্পপতিদের সম্পদের পরিমাণ কমে গেছে অনেক।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানিও এ বছর ৪.৫৫ বিলিয়ন ডলার হারিয়েছেন। তবে তিনি এখনো বিশ্বের ধনীদের তালিকায় ১৭তম স্থানে রয়েছেন। তার বর্তমান সম্পদের পরিমাণ ৮৬.১ বিলিয়ন ডলার।

এছাড়াও ভারতের আরও যারা সম্পদ হারিয়েছেন-

এইচসিএলের শিব নাদার চলতি বছরে হারিয়েছেন ৪.১৪ বিলিয়ন ডলার।
শাপুরজি মিস্ত্রি হারিয়েছেন ২.১৮ বিলিয়ন ডলার।
আজিম প্রেমজি হারিয়েছেন ১৮৮ মিলিয়ন ডলার।
সাবিত্রী জিন্দাল সম্পদের ক্ষতি হয়েছে ৫.২০ বিলিয়ন ডলার।
সান ফার্মার দিলীপ সাংভি হারিয়েছেন ৩.৪০ বিলিয়ন ডলার।
তবে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্কই এ বছর সবচেয়ে বেশি সম্পদ হারিয়েছেন। চলতি বছরের প্রথম ৪৫ দিনেই তার নিট সম্পদ ৩৪.১ বিলিয়ন ডলার কমে দাঁড়িয়েছে ৩৯৮ বিলিয়ন ডলারে।

অন্যদিকে সবচেয়ে বেশি সম্পদ বেড়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মসের সিইও মার্ক জাকারবার্গের। তার সম্পদ ৫২ বিলিয়ন ডলার বেড়ে বর্তমানে ২৫৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। যার ফলে তিনি এখন বিশ্বের দ্বিতীয় ধনীতম ব্যক্তি। সূত্র: ইন্ডিয়া ডটকম

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT