‘এই সিদ্ধান্ত তৃতীয় দেশকে সংঘাতে টেনে নেওয়ার ঝুঁকি বাড়িয়েছে’
প্রকাশিত : ০৫:৩০ পূর্বাহ্ণ, ২ জুন ২০২২ বৃহস্পতিবার ১০৫ বার পঠিত
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ইউক্রেনে যুক্তরাষ্ট্রের উন্নত রকেট লঞ্চার সরবরাহের সিদ্ধান্ত চলমান সংঘাতে ‘তৃতীয় দেশ’কে টেনে নেওয়ার ঝুঁকি বাড়িয়েছে। বার্তা সংস্থা এএফপি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
লাভরভ সৌদি আরবে এক সংবাদ সম্মেলনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করার মার্কিন পরিকল্পনা সম্পর্কে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
যুক্তরাষ্ট্রের পাঠানো ওই ক্ষেপণাস্ত্র ৭০ কিলোমিটার (৪৫ মাইল) পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, এমনকি ওই ক্ষেপণাস্ত্র রাশিয়ান লক্ষ্যবস্তুতে নির্ভুলতাভাবে আঘাত করতে পারে।
এমন সময় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর এই সফর করছেন, যখন ইউক্রেন আক্রমণের জন্য যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের কাছ থেকেব ক্রমবর্ধমান চাপ এবং নিষেধাজ্ঞার মুখোমুখি হচ্ছে মস্কো।
অবশ্য তেল রপ্তানিকারক উপসাগরীয় দেশগুলো মস্কোর সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে এবং রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেনি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।