উত্তাল আফগানিস্তান: মাজার-ই-শরিফ দখলে নিল তালেবান
প্রকাশিত : ১২:৪৬ অপরাহ্ণ, ১৫ আগস্ট ২০২১ রবিবার ৮৫ বার পঠিত
গোটা আফগানিস্তান দখলে নিতে মরিয়া উগ্রগোষ্ঠী তালেবান। এবার দেশটির চতুর্থ বৃহত্তম শহর মাজার-ই-শরিফ দখলে নিল তারা। এর মধ্য দিয়ে আফগানিস্তানের উত্তরাঞ্চলের সবগুলো বড় শহরে তালেবান যোদ্ধারা নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।
দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি সফর করার কয়েক দিনের মধ্যেই শহরটি তালেবানরা দখলে নিলো। এর মধ্য দিয়ে আফগানিস্থানের রাজধানী কাবুলের আরও কাছাকাছে পৌঁছে গেলো তালেবান।
রবিবার (১৫ আগস্ট) বিবিসির খবরে বলা হয়েছে, শনিবার মাজার-ই-শরিফ ছাড়াও তালেবান যোদ্ধারা দেশটির পাকতিকা ও কুনার প্রদেশের রাজধানীও দখলে নেয়।
এদিকে, তালেবান যোদ্ধারা কাবুলের আরও কাছে চলে আসার প্রেক্ষাপটে গতকাল জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।