উইন্ডিজকে ধসিয়ে লিড বাংলাদেশের
প্রকাশিত : ০৯:৪৩ পূর্বাহ্ণ, ৩ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার ২৩ বার পঠিত
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৬৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ৬৫ ওভার খেলে ১৪৬ রানে অলআউট হয়ে যায়। প্রথম ইনিংস থেকে ১৮ রানের লিড পেয়েছে বাংলাদেশ।
এর আগে কেসি কার্টি ৪০ রান করে আউট হয়েছেন। মাইকেল লুইস ১২ রান করে আউট হন। অধিনায় ও ওপেনার ক্রেগ ব্রাথওয়েট ৩৯ রান করেন। কাভেম হগ ৩, আথানজে ২ ও জাস্টিন গ্রেভার্স ২ রান করে আউট হন।
বাংলাদেশের হয়ে পেসার নাহিদ রানা ৫ উইকেট নিয়েছেন। দুই উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। একটি করে উইকেট নিয়েছেন তাসকিন ও তাইজুল ইসলাম।
প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে ওপেনার সাদমান ৬৪ রানের ইনিংস খেলেন। শাহাদাত হোসেন দিপু ২২ রান যোগ করেন। অধিনায়ক মিরাজ ৩৬ রান ও তাইজুল ১৬ রান যোগ করেন। ওয়েস্ট ইন্ডিজের পেসার জাইডেন সিলস ৪টি ও শামার জোসেপ ৩ উইকেট তুলে নেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।