ইরাকের কিরকুকে নতুন আন্তর্জাতিক বিমানবন্দর চালু
প্রকাশিত : ০৫:২৬ অপরাহ্ণ, ১৭ অক্টোবর ২০২২ সোমবার ১২২ বার পঠিত
ইরাকের উত্তরাঞ্চলীয় শহর কিরকুকে নতুন একটি আন্তর্জাতিক বিমানবন্দর চালু করা হয়েছে।
দেশটির যোগাযোগমন্ত্রী নাসের আল-শিবলি রোববার বিমানবন্দরটির উদ্বোধন করেন। খবর আনাদোলুর।
বিমানবন্দর দিয়ে বছরে ৩৫ লাখের বেশি যাত্রী যাতায়াত করতে পারবেন বলে জানিয়েছেন ইমাদ দাহাম নামে ইরাকি এক কর্মকর্তা।
চার বছর সময় লেগেছে নতুন এ বিমানবন্দরটি নির্মাণ করতে। এ নিয়ে সম্প্রতি ইরাকে মোট চারটি নতুন বিমানবন্দর নির্মাণ করা হলো।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।