ইমরান খান গুলিবিদ্ধ, যা বললেন ওয়াসিম, বাবর, মালালা
প্রকাশিত : ০৫:০১ অপরাহ্ণ, ৪ নভেম্বর ২০২২ শুক্রবার ৫৫ বার পঠিত
সেমিফাইনালের টিকিটযুদ্ধে যখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠের লড়াইয়ে ব্যস্ত বাবর আজমের দল, তখন পাকিস্তান থেকে অস্ট্রেলিয়ায় ভেসে গেল এক হতভম্ব করা খবর।
পাকিস্তানে ‘গণতন্ত্র পুনরুদ্ধার’-এর দাবিতে লংমার্চ করার মধ্যে এক সমাবেশে গুলিবিদ্ধ হয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়কের ওপর হামলার ঘটনায় প্রথমে হতভম্ব ও পরে তীব্র নিন্দা প্রকাশ করেছেন বাবর আজম, ওয়াসিম আকরাম, শোয়েব আখতাররা। বাংলাদেশ ক্রিকেটার মুশফিকুর রহিমও এ খবরে বিস্মিত হন।
রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি গোটা ক্রিকেটবিশ্ব ইমরানের উপর এ হামলার নিন্দা জানিয়েছে।
ঘটনা জানার পর পরই টুইট করে পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেন, ‘ইমরান খানের ওপর ঘৃণ্য এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। আল্লাহ আমাদের অধিনায়ক ও পাকিস্তানকে রক্ষা করুক। আমিন।’
ভিডিও বার্তায় নিন্দা প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। তিনি বলেন, ‘ইমরান ভাইয়ের ওপর হামলার খবর শুনলাম। আলহামদুলিল্লাহ, তিনি শঙ্কামুক্ত। এই হামলার নিন্দা জানাই।’
ইমরানের নেতৃত্বে পাকিস্তানের বিশ্ব চ্যাম্পিয়ন দলের পেসার ওয়াসিম আকরাম রীতিমতো জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন।
টুইটারে তিনি লিখেছেন, ‘ওয়াজিরাবাদের ঘটনায় খুবই বিব্রত। ইমরান ভাইসহ লংমার্চে থাকা সবার জন্য দোয়া থাকল। দেশের সবাইকে এক হতে হবে, আমাদের জাতিগত ঐক্য কাউকে নষ্ট করতে দেওয়া যাবে না।’
ইমরানের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এক প্রতিক্রিয়া বাংলাদেশের পঞ্চপান্ডব খ্যাত মুশফিকুর রহিম লিখেছেন, ‘কিংবদন্তি পাকিস্তান ক্রিকেটার ইমরান খানের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় হতভম্ব হয়েছি। তার দ্রুত সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করছি।’
পাকিস্তানের তারকা ব্যাটার ইমাম-উল-হক বলেছেন, ‘কোনোভাবেই সহিংসতা মেনে নেওয়া যায় না। ইমরান খানের দ্রুত আরোগ্য কামনা করছি। তাকে আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক আমিন।’
নোবেল বিজয়ী পাকিস্তানি মালাল ইউসুফজাই লিখেছেন, যে কোনো রাজনৈতিক বিশ্বাস বা দলের নেতার ওপর হামলা সবসময়ই ভুল এবং সহিংসতা কখনই গ্রহণযোগ্য প্রতিবাদ নয়। ইমরান খানের সুস্থতা কামনা করছি।
জিম্বাবুয়ের ইসলামি পণ্ডিত মুফসি মেন্ লিখেছেনক , পাকিস্তানের সাকেব প্রধানমন্ত্রী ইমরান খানের গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার খবরে মর্মাহত ও দুঃখিত। আমি তার সুস্থতা এবং দ্রুত আরোগ্য কামনা করছি। আমাদের পার্থক্য যাই হোক না কেন সব ধরনের সহিংসতা সম্পূর্ণ ভুল এবং অগ্রহণযোগ্য।
বৃহস্পতিবার পাঞ্জাবের ওয়াজিরাবাদে লংমার্চে ইমরান খানকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইমরান খানের পায়ে গুলি লেগেছে। তবে তিনি শঙ্কামুক্ত। এই হামলার ঘটনায় ইমরানসহ চারজন আহত হওয়ার কথা জানা গেছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।