ইতালিতে একদিনে আরও ৭৬৬ জনের মৃত্যু
প্রকাশিত : ০৯:২৯ পূর্বাহ্ণ, ৪ এপ্রিল ২০২০ শনিবার ২১২ বার পঠিত
প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপে থামছেই না ইতালিতে মৃত্যুমিছিল। দেশটিতে শুক্রবার আরও ৭৬৬ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ১৪ হাজার ৬৮১ জনে দাঁড়ালো।
তবে আশার খবর দেশটিতে আক্রান্তের হার কমেছে। এখন পর্যন্ত ইতালিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৮৭ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজার ৭৫৮ জন।
বিশ্বজুড়ে করোনায় মারা যাওয়ার দিক দিয়ে দেশটির অবস্থান প্রথমে। আক্রান্তের সংখ্যায় দ্বিতীয়।
এদিকে বিশ্বব্যাপী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৩৯ হাজার ছাড়িয়েছে। এতে মারা গেছে ৫৫ হাজার ১৭০ জন। সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ২২ হাজার। ইন্ডিপেনডেন্ট, জনস হপকিন্স ইউনিভার্সিটি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।