ইউক্রেনের সংঘর্ষে ন্যাটো জড়িত থাকার সত্ত্বেও যুদ্ধে চালিয়ে যাওয়ার ঘোষণা রাশিয়ার
প্রকাশিত : ০৬:১৭ পূর্বাহ্ণ, ১৭ অক্টোবর ২০২২ সোমবার ১০৩ বার পঠিত
ন্যাটো আসলে ইউক্রেনের সংঘাতে জড়িয়ে পড়েছে তবে এটি কোনোভাবেই রাশিয়ার লক্ষ্যকে প্রভাবিত করছে না। ইউক্রেনের সঙ্গে ন্যাটো জড়িত থাকা সত্ত্বেও অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া।
শনিবার টিভি প্রোগ্রামে পাভেল জারুবিনকে দেওয়া এক সাক্ষাতকারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ কথা বলেন।
তিনি বলেন, প্রকৃতপক্ষে, ন্যাটো ইউক্রেনের সংঘাতে জড়িয়ে পড়েছে। তবে, এটি কোনোভাবেই আমাদের লক্ষ্যকে প্রভাবিত করছে না।’
তিনি বলেন, ‘অভিযান অব্যাহত থাকবে এবং আমরা এটির মধ্য দিয়ে যাব।’ আপাতত, এটি আমাদের অর্থনৈতিক এবং অন্যান্য বাহিনীকে একত্রিত করতে বাধ্য করছে। কিয়েভ শাসন এক জিনিস কিন্তু ন্যাটোর সম্ভাবনা অন্য জিনিস। এর অর্থ একটি অতিরিক্ত বোঝা। তবে, আমাদের সম্ভাবনা আমাদের এই পরিস্থিতিতে অপারেশন চালিয়ে যেতে সক্ষম করে তুলেছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।