ইউক্রেনের মানুষের ভাগ্য নিয়ে খেলছেন পশ্চিমারা: পুতিন
প্রকাশিত : ০৫:৫২ অপরাহ্ণ, ১ জুলাই ২০২২ শুক্রবার ১৪০ বার পঠিত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমা দেশগুলোর নেতারা ইউক্রেনের লাখ লাখ সাধারণ মানুষের ভাগ্য নিয়ে রাজনীতির খেলা খেলছেন।
পুতিন বৃহস্পতিবার মস্কোতে এক অনুষ্ঠানে এ কথা বলেন। খবর তাসের।
ইউক্রেনে পশ্চিমাদের তৎপরতাকে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নব্য উপনিবেশবাদ বলে আখ্যায়িত করেছেন।
পুতিন বলেন, এর ফলে ইউক্রেনের সাধারণ মানুষ মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষের মতো দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হবে।
তিনি ইউক্রেনের সাধারণ মানুষকে পশ্চিমাদের প্ররোচনা থেকে বেরিয়ে আসারও আহ্বান জানান।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।