ইউক্রেনের তিন ভাগেরও বেশি জ্বালানি খাত ধ্বংস হয়ে গেছে: জেলেনস্কি
প্রকাশিত : ০৫:৪৬ অপরাহ্ণ, ২৫ অক্টোবর ২০২২ মঙ্গলবার ১০২ বার পঠিত
জার্মানির বার্লিনে মঙ্গলবার ইউক্রেন নিয়ে একটি কনফারেন্সের আয়োজন করে ইউরোপীয় ইউনিয়ন। এই কনফারেন্সে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি জানিয়েছেন, রুশদের চালানো মিসাইল ও ড্রোন হামলায় ইউক্রেনের তিন ভাগেরও বেশি জ্বালানি খাত ধ্বংস হয়ে গেছে।
ইউরোপীয় ইউনিয়ন ও বিশ্ব ব্যাংক জানিয়েছে ইউক্রেনকে পুনর্গঠন করতে প্রথম ধাপে ১৭ বিলিয়ন ডলার প্রয়োজন। তবে এ অর্থের এক কানাকড়িও এখনো পায়নি ইউক্রেন।
মঙ্গলবার জার্মানির প্রেসিডেন্ট আকস্মিক ইউক্রেন সফরে যান। এর মাঝেই ইউক্রেনকে পুনর্গঠন করা নিয়ে আলোচনায় বসে ইউরোপের নেতারা।
রাশিয়া ইউক্রেনে হামলা করার পর এবারই প্রথমবার জার্মান প্রেসিডেন্ট ইউক্রেন সফরে আসলেন। প্রথমবার যখন তিনি ইউক্রেনে আসতে চেয়েছিলেন তখন তার সফরে আপত্তি জানায় ইউক্রেন। এরপর দ্বিতীয়বার তারিখ নির্ধারণ করেও নিরাপত্তাজনিত কারণে আসতে পারেননি তিনি। তবে তৃতীয়বারের চেষ্টায় জেলেনস্কির সঙ্গে দেখা করতে কিয়েভে আসতে সমর্থ হয়েছেন তিনি। মূলত রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক থাকায় জার্মান প্রেসিডেন্টকে প্রথমে আসতে দেয়নি ইউক্রেন।
সূত্র: দ্য গার্ডিয়ান
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।