আড়াইহাজারে ৬ জুয়ারী আটক
প্রকাশিত : ০৬:৫৬ অপরাহ্ণ, ২১ সেপ্টেম্বর ২০১৯ শনিবার ৫৭৩ বার পঠিত
আড়াইহাজার সংবাদদাতা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৬ জুয়ারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার পাঁচরুখি বাইপাড়া জামে মসজিদ সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, বান্টি গ্রামের আলী হোসেনের ছেলে আল আমিন (৩২), পাঁচরুখী গ্রামের মৃত আব্দুর রবেরর ছেলে শামীম (৪৪), একই গ্রামের মৃত আলী হোসেনের ছেলে মাসুম (২৮), সুরুজ মিয়ার ছেলে ওহাব (৩৩), হাসেম ভূঁইয়ার ছেলে পিন্টু ভূঁইয়া (৩১) ও মৃত ইউনুসের ছেলে মহসীন (৩৬)।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সফিকুল ইসলাম ঘটনার নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ৬ জনকে জুয়া আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।