আশুলিয়ায় রাতে পোশাক কারখানায় আগুন
প্রকাশিত : ১০:২৩ পূর্বাহ্ণ, ১৮ অক্টোবর ২০২০ রবিবার ৪৭ বার পঠিত
আশুলিয়ায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড হয়েছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার রাত সাড়ে ১০ টার দিকে নতুন ইপিজেডের প্যাকজার বাংলাদেশ লিমিটেড ইউনিট-২ নামের পোশাক কারখানায় এই অগ্নিকাণ্ড হয়।
ফায়ার সার্ভিস জানায়, রাত সাড়ে ১০টার দিকে ওই কারখানায় আগুন লাগার খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বেড়ে গেলে সাভার ফায়ার সার্ভিসের আরও ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ৫ তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে।
পরে প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, সাভার ও ডিইপিজেড ফায়ার সার্ভিসের মোট ১০টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। এ ছাড়া কোনো হতাহতের খবর নেই।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।