আলোচনার শেষ সুযোগ হাতছাড়া না করার আহ্বান ইনুর
প্রকাশিত : ০৮:২৯ পূর্বাহ্ণ, ৫ আগস্ট ২০২৪ সোমবার ৮৭ বার পঠিত
সংঘাত, সহিংসতা, রক্তপাত, রাজনৈতিক অনিশ্চয়তা এড়াতে প্রধানমন্ত্রীর সংলাপের আহ্বান ও আলোচনার শেষ সুযোগ হাতছাড়া না করার জন্য আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু।
রোববার জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়-জাসদ সভাপতি হাসানুল হক ইনু দেশের বিভিন্ন স্থানে নতুন করে অনেক প্রাণহানি, রক্তপাত সংঘাত, সংঘর্ষ এবং সুপরিকল্পিত, সুসংগঠিত, নাশকতা, জঙ্গীবাদী হামলা ও ধ্বংসাত্মক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংলাপ ও আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করার পরও সরকারসহ সব পক্ষকে ধৈর্যধারণ এবং সংঘাত-সহিংসতা-রক্তপাত ও রাজনৈতিক অনিশ্চয়তা এড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংলাপের আহ্বান ও আলোচনার শেষ সুযোগ হাতছাড়া না করার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।