শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম
◈ মুজিববর্ষের নামে কত টাকা অপচয়, বের করা হবে : প্রেস সচিব ◈ শেখ হাসিনাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবেই দেখছে ভারত ◈ যোদ্ধাদের প্রতিরোধ মানে ইসরায়েলের পরাজয় : খামেনি ◈ ৭ নভেম্বর হচ্ছে স্বাধীনতার পূর্ণাঙ্গ রূপ : রিজভী ◈ জাহাজ নির্মাণ শিল্প সম্ভাবনাময় ও প্রতিশ্রুতিশীল : নৌপরিবহন উপদেষ্টা ◈ ‘আইসিটিতে দায়েরকৃত ১২২টি অভিযোগের অধিকাংশই গুমসংক্রান্ত’ ◈ সেনাপ্রধানের সঙ্গে ইউএস ইন্দো-প্যাসিফিক কমান্ডের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ◈ যাদের জেলে থাকা উচিত তাদের অনেকে চাকরিতে বহাল : ফাহাম ◈ বিএনপি নেতার গুদামে সরকারি প্রণোদনার সার ◈ সংবাদমাধ্যমে আক্রমণ সহ্য করা হবে না : প্রেস সচিব

আরেকটি বাম জোট, আজ আত্মপ্রকাশ

প্রকাশিত : ০৮:৫৯ পূর্বাহ্ণ, ২১ জানুয়ারি ২০২৩ শনিবার ৮৪ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রাজনীতির মাঠে নানা মেরূকরণের মধ্যেই দেশে আরেকটি বামপন্থি জোটের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। বামপন্থি সাতটি দল ও সংগঠনের সমন্বয়ে গঠিত নতুন এই জোটের নামকরণ করা হয়েছে ‘ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা’। আজ শনিবার নতুন এই জোটের আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হবে।

নতুন এই জোটের শরিক দল ও সংগঠনগুলো হচ্ছে- শুভ্রাংশ চক্রবর্তীর নেতৃত্বাধীন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন, জাফর হোসেনের নেতৃত্বাধীন নয়াগণতান্ত্রিক গণমোর্চা, নাসিরুদ্দিন আহমেদ নাসুর নেতৃত্বাধীন গণমুক্তি ইউনিয়ন, সন্তোষ গুপ্তের নেতৃত্বাধীন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মাহবুব), ইমাম গাজ্জালীর নেতৃত্বাধীন কমিউনিস্ট ইউনিয়ন, শহিদুল ইসলাম মুকুলের নেতৃত্বাধীন বাংলাদেশের সমাজতান্ত্রিক মজদুর পার্টি এবং মাসুদ খানের নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ। নতুন জোটের প্রথম সমন্বয়ক হচ্ছেন নয়াগণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেন।

অবশ্য নতুন এই জোটের শরিক দলগুলোর মধ্যে বাংলাদেশের সমাজতান্ত্রিক মজদুর পার্টি বাদে বাকি ছয়টি দলই সদ্য স্থগিত হওয়া বামপন্থিদের আরেকটি জোট ‘৯ সংগঠন’-এ যুক্ত ছিল। বামপন্থি ৯টি দল ও সংগঠনের সমন্বয়ে গড়ে ওঠা ওই জোট ছেড়ে ‘ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা’ নামে নতুন জোটটি গঠন করতে যাচ্ছেন উদ্যোক্তারা।

মূলত বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে যাওয়া বা না-যাওয়া নিয়ে মাসখানেক ধরে চলে আসা মতবিরোধের জের ধরেই ‘৯ সংগঠন’ ভেঙে যায়। এই জোটের অন্যতম দুই শরিক দল বদরুদ্দীন উমরের নেতৃত্বাধীন জাতীয় মুক্তি কাউন্সিল এবং টিপু বিশ্বাসের নেতৃত্বাধীন জাতীয় গণফ্রন্ট সরকারবিরোধী আন্দোলনে থাকা বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিএনপির সঙ্গে কোনো ধরনের আন্দোলনে যাওয়ার বিষয়ে আপত্তি জানিয়ে আসছিল জোটের অন্য সাতটি শরিক দল।

পরে ৯ সংগঠনের ছয়টি এবং জোটের বাইরের দল বাংলাদেশের সমাজতান্ত্রিক মজদুর পার্টি আলোচনার মাধ্যমে ইস্যুভিত্তিক নতুন একটি জোট গঠনের সিদ্ধান্ত নেয়। এর পরপরই ‘৯ সংগঠন’র কার্যক্রম স্থগিত করা হয়। অন্যদিকে, সদ্য স্থগিত হওয়া এই জোটের বাকি শরিক সরওয়ার মোর্শেদের নেতৃত্বাধীন বাংলাদেশের সমাজতান্ত্রিক মজদুর পার্টির কোনো জোটেই ‘প্রতিনিধিত্ব’ করার মতো অবস্থান না থাকায় দলটি নতুন জোটে যুক্ত হতে পারেনি। বর্তমানে জাতীয় মুক্তি কাউন্সিল, জাতীয় গণফ্রন্ট এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টি আলাদাভাবে দলীয় কার্যক্রম চালাচ্ছে।

এই অবস্থায় আজ শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা’ এর আত্মপ্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। সকাল ১১টায় রাজধানীর তোপখানা রোডের আ ফ ম মাহবুবুল হক মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

নতুন জোট গঠনের উদ্যোক্তাদের অন্যতম বাসদের (মাহবুব) কেন্দ্রীয় কমিটির সদস্য মহিনউদ্দিন চৌধুরী লিটন বলেন, মূলত ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের লক্ষ্য নিয়েই নতুন জোট গঠনের উদ্যোগ নিয়েছেন তাঁরা। ইস্যুভিত্তিক আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ উৎখাতের উদ্দেশ্যে এগোবে নতুন জোটটি। তবে আপাতত আগামী জাতীয় নির্বাচন নিয়ে ভাবছেন না তাঁরা। ফ্যাসিবাদ উৎখাতের পরই এ নিয়ে ভাববেন তাঁরা।

জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম জানান, ৯ সংগঠনের কার্যক্রম স্থগিত হওয়ার পর আপাতত দলীয়ভাবে কার্যক্রম চালাচ্ছেন তাঁরা।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT