সোমবার ২০ জানুয়ারি ২০২৫, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

আয়নাঘর ছিল, আছে স্বীকার করে ক্ষমা চাইলেন ডিজি

প্রকাশিত : ০৮:০৩ পূর্বাহ্ণ, ১৪ ডিসেম্বর ২০২৪ শনিবার ১৯ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান সম্প্রতি বাহিনীটির বিরুদ্ধে ওঠা গুম ও খুনের অভিযোগের জন্য প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেছেন। পাশাপাশি তিনি র‌্যাবের আয়নাঘর নিয়ে উত্থাপিত বিতর্কের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন।

র‌্যাবের বিরুদ্ধে গুম ও খুনের অভিযোগ দীর্ঘদিন ধরে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। গত কয়েক দিন ধরেই এসব অভিযোগের পুনরায় আলোচনার শুরু হয়েছে। এর মধ্যে, র‌্যাব মহাপরিচালক বলেন, “র‌্যাবের বিরুদ্ধে গুম খুনসহ কিছু অভিযোগ আছে। র‌্যাবের দ্বারা যারা নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।” তিনি আরও জানান, ভবিষ্যতে এই বাহিনী এমন কোনো কার্যক্রমে কারো নির্দেশে জড়িত হবে না এবং এসবের বিচার সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।

র‌্যাবের আয়নাঘর প্রসঙ্গে অনেকদিন ধরেই বিভিন্ন প্রশ্ন উঠছে। এই বিষয়ে মহাপরিচালক বলেন, “র‌্যাবে আয়নাঘর ছিল, আছে। সেটা সেভাবেই রাখা হয়েছে।” তিনি উল্লেখ করেন যে গুম, খুনসহ অন্যান্য অভিযোগের জন্য একটি কমিশন নির্দেশ দিয়েছে যে আয়নাঘর এবং তার সাথে সম্পর্কিত স্থাপনাগুলো আগের অবস্থাতেই রাখার জন্য। অতএব, র‌্যাব কোনো পরিবর্তন বা পরিবর্ধন করেনি।

র‌্যাবের পোশাক নিয়ে অনেক সময় আলোচনা হয়ে থাকে। কিছু মহল থেকে র‌্যাবের পোশাক পরিবর্তনের দাবি ওঠেছে। র‌্যাব ডিজি জানান, “আমরা চিন্তা-ভাবনা করছি” এবং এই ব্যাপারে তিনি গণমাধ্যম ও জনসাধারণের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে জানান। তবে, তিনি আরও বলেন, পোশাকের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একজন মানুষের মানসিকতা। “যে পোশাকই পরুন, একজন ভালো ব্যক্তি ভালো কাজ করবে, আর একজন খারাপ ব্যক্তি যে পোশাকই পরুক না কেন, সেটা ভালো কিছু হতে পারে না।”

এছাড়া, র‌্যাবের জন্য একটি আলাদা আইন তৈরি করার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান, কারণ র‌্যাব পুলিশের আইনে প্রতিষ্ঠিত হওয়া বাহিনী।

এখন র‌্যাব মহাপরিচালকের ক্ষমা প্রার্থনা ও নানা প্রস্তাবের মধ্যে বাহিনীর ভবিষ্যৎ কীভাবে এগোবে, তা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। জনগণের চাহিদা ও প্রতিবাদের ভিত্তিতে র‌্যাব সংস্কারের দিকে এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখযোগ্যভাবে, র‌্যাবের নতুন পদক্ষেপ ও কার্যক্রম নিয়ে একাধিক সংশয় থাকলেও, বাহিনীর বর্তমান নেতৃত্ব জনগণের আস্থা অর্জন করতে চায়। কতটা সফল হবে, তা সময়ই বলবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন র‌্যাব এডিজি (অপারেশন্স) কর্নেল ইফতেখার আহমেদ এবং পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT