‘আমার জীবদ্দশায় এই দিনটি দেখার অপেক্ষায় ছিলাম’
প্রকাশিত : ১০:৫১ পূর্বাহ্ণ, ৭ আগস্ট ২০১৯ বুধবার ৫৭৩ বার পঠিত
মঙ্গলবার রাতে প্রয়াত হন প্রাক্তন বিদেশমন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেত্রী সুষমা স্বরাজ। তার তিন ঘন্টা আগে, জম্মু কাশ্মীর নিয়ে কেন্দ্রের পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি লেখেন, “আমার জীবদ্দশায় এই দিনটি দেখার অপেক্ষায় ছিলাম”।
মঙ্গলবার লোকসভায় পাশ হয় জম্মু কাশ্মীরকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল করার বিল। তারপরেই ট্যুইট করেন সুষমা স্বরাজ। বিলটি ইতিমধ্যেই রাজ্যসভায় পাশ হয়ে গিয়েছে এবং রাষ্ট্রপতির সই করা হলেই সেটি আইনে পরিণত হবে।
সুষমা স্বরাজের শেষ ট্যুইট
সুষমা স্বরাজের শেষ ট্যুইটি লাইক করা হয়েছে ১৪২,০০০ বার এবং রিট্যুইট করা হয়েছে ৩৫,০০০ বার। ট্যউইটারে তাঁর ছিল ১৩ মিলিয়নেরও বেশী ফলোয়ার, সোশ্যাল সাইটে সবচেয়ে বেশী ফলো করা ভারতীয় রাজনীতিবিদ ছিলেন সুষমা স্বরাজ।
বিদেশমন্ত্রী হিসেবে, ট্যুইটারে বিপদে পড়া মানুষকে সাহায্য করতে তাঁর দ্রুত প্রত্যুত্তরের জন্য অসংখ্যা মানুষের ভালবাসা পেয়েছেন তিনি। বহু মানুষ তাঁদের ইচ্ছের কথা জানিয়েছেন এবং কাজ হওয়ার পর ধন্যবাদ জানিয়েছেন।
সম্প্রতি স্বাস্থ্যের অবস্থা ভাল যাচ্ছিল না সুষমা স্বরাজের। সেই কারণে, ২০১৯ লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি তিনি। জুনে সরকারি বাসভবন ছেড়ে দেন সুষমা স্বরাজ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।