রবিবার ২০ এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আমাকে তো বলার সুযোগই দেওয়া হয় না: তামিম

প্রকাশিত : ০৫:২১ অপরাহ্ণ, ৬ জুন ২০২২ সোমবার ১৬০ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ছয় মাস টি-টোয়েন্টি থেকে বিরতি নিয়েছিলেন তামিম ইকবাল। এ নিয়ে ভাবার জন্য ছয় মাস সময় চেয়েছিলেন। সেই ছয় মাসের মেয়াদ গত মাসেই শেষ হয়েছে।

এদিকে পূর্ণাঙ্গ সফরে ওয়েস্ট ইন্ডিজে গেছে টাইগাররা। যেখানে টেস্ট ও ওয়ানডেসহ তিনটি টি-টোয়েন্টি ম্যাচও রয়েছে। তবে ছয় মাসের ছুটিতে থাকার কারণে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজের দলে রাখা হয়নি তামিমকে।

ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে আন্তর্জাতিক ম্যাচে খেলে যাওয়া নিয়ে কী ভাবছেন এ ড্যাশিং ওপেনার?

জবাবে তামিম জানালেন, তাকে নিয়ে এতোটাই চর্চা চলে যে, তিনি নিজেকে নিয়ে নিজেই কিছু বলতে পারছেন না।

রোববার একটি টেলিকম কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডরের দায়িত্ব নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম।

তিনি বলেন, ‘টি-টোয়েন্টি নিয়ে যে পরিকল্পনা আমার, আমাকে তো বলার সুযোগই দেওয়া হয় না। হয় আপনারা বলে দেন, না হয় অন্য কেউ বলে দেয়। ওটাই চলতে থাকুক (হাসি)। আর অন্যরা যখন বলেই দেয় তখন আমার আর বলার দরকার কী?’

তামিম আরো বলেন, ‘আমার তো বলার সুযোগ দেওয়া হয় না। এতদিন ধরে আমি ক্রিকেট খেলি এতটুক আমি ডিজার্ভ করি, আমি কি চিন্তা করি না চিন্তা করি এটা আমার মুখ থেকে শোনা। কিন্তু হয় আপনারা কোনো ধরনা দিয়ে দেন, বা অন্য কেউ এসে বলে দেয়। যখন বলেই দেয় তখন আমার এখানে কিছু বলার নেই।’

ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে ওয়ানডে অধিনায়ক বলেন, ‘টেস্ট এমন একটা জায়গা যেখানে খেলা কঠিন। কিন্তু যে পারফরম্যান্স আমরা শেষ সময়ে দিয়েছি, বিশেষ করে টেস্টে, নিশ্চিতভাবে আমাদের আরও ভালো করতে হবে আগের চেয়ে। বাকি দুই ফরম্যাটে আগেরটা ধরে রাখতে চাই।’

বাংলাদেশ দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে উইন্ডিজ সফরে। সে লক্ষ্যে দলের বড় একটি অংশ ইতোমধ্যে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অবস্থান করছেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT