আবার জয়ী হয়ে রেকর্ড গড়লেন রাশিদা ও ইলহান
প্রকাশিত : ০৬:৫৩ পূর্বাহ্ণ, ৭ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার ৭ বার পঠিত
মার্কিন প্রতিনিধি পরিষদে পুনঃনির্বাচনে জয়ী হয়েছেন ডেমোক্রেটিক পার্টির মুসলিম নারী সদস্য রাশিদা তালিব এবং ইলহান ওমর। এর মধ্যে তালিব চতুর্থ মেয়াদে এবং ইলহান তৃতীয় মেয়াদে জয়ী হয়েছেন।
গতকাল কাতারভিত্তিক গণমাধ্যম এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসের নারী সদস্য রাশিদা তালেব। তিনি ডিয়ারবর্নের বৃহৎ আরব-আমেরিকান সম্প্রদায়ের সমর্থনে মিশিগানের প্রতিনিধি হিসাবে চতুর্থ মেয়াদে জয়ী হয়েছেন। তিনি রিপাবলিকান জেমস হুপারকে পরাজিত করে জয়ী হয়েছেন। আর ইলহান ওমর সোমালি আমেরিকান। তিনি মিনেসোটাতে তৃতীয় মেয়াদের জন্য পুনরায় জয়ী হন। তার অধীনস্ত শহরের মধ্যে মিনিয়াপোলিস এবং বেশ কয়েকটি শহরতলিও রয়েছে। সূত্র : আল-জাজিরা, বিবিসি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।