আফগানিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৭
প্রকাশিত : ০৭:৫১ পূর্বাহ্ণ, ৭ ডিসেম্বর ২০২২ বুধবার ৯৮ বার পঠিত
আফগানিস্তানের উত্তরাঞ্চলের বালখ প্রদেশে মঙ্গলবার রাস্তায় পেতে রাখা একটি বোমার বিস্ফোরণে ৭ জন নিহত হয়েছে।
পেট্রোলিয়াম কোম্পানির কর্মচারীরা একটি বাসে করে সকালে কাজে যাওয়ার সময় এ বোমার বিস্ফোরণ ঘটে।খবর রয়টার্সের।
প্রাদেশিক রাজধানী মাজার-ই-শরিফের পুলিশ বিভাগের মুখপাত্র আসিফ ওয়াজিরি জানিয়েছেন, বোমাটি রাস্তার একপাশে রাখা একটি মালবাহী গাড়িতে পেতে রাখা হয়েছিল। বাসটি সেখানে আসামাত্র বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়।এ বিস্ফোরণে আরও ৬ জন আহত হয়।
গত বছর আগস্টে ফের ক্ষমতা নেওয়ার পর থেকে তালেবান দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থার উন্নতি হয়েছে বলে দাবি করলেও দেশটিতে একের পর এক বোমা বিস্ফোরণের ও হামলার ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। এ পর্যন্ত সন্ত্রাসী গোষ্ঠী আইএস বা দায়েশ এ ধরণের বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে।
এ মাসের শুরুর দিকে মাজার-ই-শরিফের আইবেক এলাকার একটি মাদ্রাসায় ভয়াবহ বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৯ জন নিহত ও আরও ২৪ জন আহত হয়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।