সোমবার ১৩ জানুয়ারি ২০২৫, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আন্দোলন চলছে, চলবে: এবি পার্টি

প্রকাশিত : ০৮:১৯ অপরাহ্ণ, ১৬ ডিসেম্বর ২০২৩ শনিবার ৫৭ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) নেতারা বলেছেন, ‘১৬ ডিসেম্বরে উদিত হওয়া বিজয়ের সূর্য ৭ জানুয়ারি দেশ ধ্বংসের কলঙ্ক নিয়ে ডুবে যাবে কিনা- সেটা আজ বড় প্রশ্ন! গণতন্ত্র ও স্বাধীকারের জন্য বৈষম্যের বিরুদ্ধে যে মুক্তিযুদ্ধ হয়েছে তার অঙ্গীকার ধ্বংসের জন্য আওয়ামী লীগ সরকার দায়ী।’

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, প্রতিবাদী গান, শোভাযাত্রা ও জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানায় এবি পার্টি।

বিজয় দিবস-২০২৩ উদযাপনের আনুষ্ঠানিকতা সকাল ৯টায় বিজয় নগরস্থ এবি পার্টি কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয়-৭১ চত্বরে শুরু হয়। উদযাপন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলামের স্বাগত বক্তব্য এবং নেতাকর্মী ও শিল্পীদের সমবেত কণ্ঠে শহিদদের উদ্দেশে নিবেদিত ‘সালাম সালাম হাজার সালাম’ গানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, দলের সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সিনিয়র সহকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুল, যুবপার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন ও সহকারী সদস্য সচিব ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান প্রমুখ।

আলোচনা সভা ও প্রতিবাদী গানের অনুষ্ঠান শেষ করে এবি পার্টির নেতাকর্মীরা পুস্পস্তবক, জাতীয় পতাকা ও নানা রংয়ের ফেস্টুন সুসজ্জিত শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি প্রথমে পল্টন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরবর্তীতে তা মোটর শভাযাত্রায় রূপ নেয়। বেলা ২টা নাগাদ মোটর শোভাযাত্রাটি সাভার জাতীয় স্মৃতিসৌধে পৌঁছায়। স্মৃতিসৌধে নেতাকর্মীরা শ্লোগানসহ স্মৃতিসৌধের পুষ্পবেদীতে ফুলেল শ্রদ্ধা জানান। সেখানে শহিদদের স্বপ্নের অধিকারভিত্তিক বাংলাদেশ পুনর্গঠনের লক্ষ্যে তারা শপথবাক্য পাঠ করেন।

এর আগে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মেজর (অব.) মিনার বলেন, ‘আজ সাধারণ মানুষ বাজার করে খেতে পারছে না, অথচ তারা লুটের টাকা দিয়ে উৎসবে মেতেছে।’ তিনি সরকারকে লক্ষ্য করে বলেন, ‘অবিলম্বে এই পাতানো নির্বাচন বন্ধ করুন, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিন।’

স্বাগত বক্তব্যে অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, ‘স্বাধীনতার ৫২ বছর আমরা উদযাপন করছি পরাধীনতার শৃঙ্খল নিয়ে। এখনো আমাদের সংগ্রাম করতে হচ্ছে ভাতের অধিকার, ভোটের অধিকার, শিক্ষা, চিকিৎসার মতো মৌলিক অধিকার নিয়ে। যা অত্যান্ত লজ্জা ও পরিতাপের। আজকের বিজয় দিবসে আমাদের অঙ্গীকার আমরা এবি পার্টির নেতৃত্বে এই পরাধীনতার শৃঙ্খল ভেঙে দেশকে মুক্ত করবোই, ইনশাআল্লাহ।’

শুভেচ্ছা বক্তব্যে ড. নকীব নসুরুল্লাহ বলেন, ‘এবি পার্টির লক্ষ্য-উদ্দেশ্য ও কর্মসূচি দেখে আমি আশান্বিত। স্বাধীনতার মূল ঘোষণাপত্র সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার থেকে আজও যোজনযোজন দূরে। এটা চলতে পারে না। এবি পার্টি যেহেতু গঠিতই হয়েছে স্বাধীনতার ঘোষণাপত্রকে সামনে রেখে, আমি আশা করি এবি পার্টি জাতির এই ক্রান্তিলগ্নে মানুষের ভোটের অধিকারসহ মৌলিক অধিকারগুলো প্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নিয়ে দেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করবে।’

মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘স্বাধীনতার পূর্বেও এই দেশে রাস্তাঘাট স্কুল, কলেজ সবই ছিল। কিন্তু বাংলার মানুষের অধিকার ছিল না। যার জন্যই লক্ষ মানুষ জীবন দিয়েছিলেন, এদেশের মানুষকে মুক্ত করার সংগ্রাম করেছিলেন। আজ আবার মানুষ তার ভোটের অধিকার ফিরিয়ে আনার সংগ্রাম করছে, জেল খাটছে, জীবন দিচ্ছে। আমাদের এই আন্দোলন চলছে, চলবে।’

‘১৬ ডিসেম্বরে উদিত হওয়া বিজয়ের সূর্য ৭ জানুয়ারি দেশ ধ্বংসের কলঙ্ক নিয়ে ডুবে যাবে কিনা- সে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের ভোটের অধিকারসহ মৌলিক অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে, ইনশাআল্লাহ।’

সভায় আরও উপস্থিত ছিলেন, এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, এম আমজাদ খান, যুবপার্টির সদস্য সচিব শাহাদাতুল্লাহ টুটুল, যুগ্ম সদস্য সচিব হাদিউজ্জামান খোকন, মাসুদ জমাদ্দার রানা, সুলতানা রাজিয়া, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম খোকন, যুগ্ম সদস্য সচিব সফিউল বাসার, কেফায়েত হোসেন তানভীর, মহানগর উত্তরের সদস্য সচিব ফিরোজ কবির, কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল হালিম নান্নু, রুনা হোসাইন, শাহিনুর আক্তার শীলা, সুমাইয়া শারমিন ফারহানা, আমিরুল ইসলাম নুর, সেলিম খান, আব্দুর রব জামিল, রিপন মাহমুদ, মশিউর রহমান মিলু, ছাত্রপক্ষের আহ্বায়ক মোহাম্মদ প্রিন্স, সদস্যসচিব আশরাফুল ইসলাম নির্ঝর, পল্টন থানার আহ্বায়ক আব্দুল কাদের মুন্সি, রনি মোল্লা, সিএম আরিফসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT