আজই মুক্তি পাচ্ছেন মির্জা ফখরুল ও আব্বাস
প্রকাশিত : ০৫:২৬ অপরাহ্ণ, ৯ জানুয়ারি ২০২৩ সোমবার ৯০ বার পঠিত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস আজই মুক্তি পাচ্ছেন বলে খবর পাওয়া গেছে।
সোমবার দুপুরে এ বিষয়ে বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, হাইকোর্টের জামিন আদেশ কপি হাতে পেয়েছেন আইনজীবী-আমি এখন কেরানিগঞ্জ কারাগারে উদ্দেশে রওনা করছি।
দুপুর ২টা ৩০ মিনিটে এ রিপোর্ট লেখার সময় কেরানীগঞ্জের প্রতিনিধি আবু জাফর জানান, সকালে মুক্তি পাবেন এমন সংবাদে অনেক সাংবাদিক এসেছিলেন। বিএনপির আইনজীবীরা জামিনের কপি নিয়ে কেরাণীগঞ্জ জেলখানায় আসছেন-এমন খবরে অনেক সাংবাদিক জেলগেটে অপেক্ষা করছেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।