‘আগামীকালই যুদ্ধ শেষ হতে পারে, যদি…’
প্রকাশিত : ০৫:৩২ পূর্বাহ্ণ, ২ জুন ২০২২ বৃহস্পতিবার ৭২ বার পঠিত
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, রাশিয়া যদি তার আগ্রাসন বন্ধ করতে চায় তবে ইউক্রেনে যুদ্ধ ‘আগামীকাল শেষ হতে পারে’। বিবিসি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
তবে এখনোই এ ধরনের কোনো লক্ষণ দেখতে পাচ্ছেন না বলে জানিয়েছেন তিনি।
বরং সম্ভবত ‘অনেক মাস সংঘর্ষ’ থাকবে বলে জানিয়েছেন ব্লিঙ্কেন। কারণ রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলে তাদের আক্রমণ চালিয়ে যাচ্ছে।
এদিকে, ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরহি হাইদাই জানিয়েছেন, রুশ বাহিনী এখন সেখানকার আঞ্চলিক রাজধানী সেভেরোদনিয়েস্ক শহরের একটি অংশ নিয়ন্ত্রণ করছে। তবে ইউক্রেনিয়ান বাহিনী শহরের পূর্ব অংশে এখনো প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছে, যাতে রুশরা সেদিকে অগ্রসর হতে না পারেন।
সেরহি হাইদাই বিবিসিকে জানান, রাশিয়ার বাহিনী এখন কয়েক দিক থেকে সেখানে আক্রমণ চালাচ্ছে। দুর্ভাগ্যবশত, এরা এখন শহরে ঢুকে পড়েছে। সেখানকার পরিস্থিতি খুবই খারাপ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।