আওয়ামী লীগকে ভয় দেখিয়ে দমানো যাবে না: ফারুক খান
প্রকাশিত : ০৮:৪৪ পূর্বাহ্ণ, ৩ ডিসেম্বর ২০২২ শনিবার ১১৪ বার পঠিত
সমাবেশের ভয় দেখিয়ে আওয়ামী লীগকে দমানো যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) ফারুক খান।
শুক্রবার (২ ডিসেম্বর) সফিউদ্দিন মাঠে আয়োজিত টঙ্গী পূর্ব পশ্চিম থানার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির উদ্দেশ্য এ কথা বলেন তিনি।
তিনি বলেন, সমাবেশের ভয় দেখিয়ে আওয়ামী লীগকে দমানো যাবে না। বিএনপি জামাতের দোসররা দেশের অগ্রগতি চায় না। আগামী নির্বাচনে বিএনপি জামাতকে দাঁত ভাঙা জবাব দেয়া হবে।
তিনি আরও বলেন, ডর ভয় দেখিয়ে ক্ষমতা দখল করা যায় না। দেশ চালাতে হলে ভোটাটের মাধ্যমে নির্বাচনে জিতে দেশ চালাতে হয়।
সমাবেশে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, বাংলাদেশে এমন কোন জায়গা নেই যেখানে শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া লাগেনি।
এসময় উন্নয়ন অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করার আহ্বান জানান তিনি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।