অহেতুক সংঘাতের উসকানি দেবেন না: বিএনপিকে কাদের
প্রকাশিত : ০৫:৪৩ অপরাহ্ণ, ১৩ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার ১১১ বার পঠিত
২৪ ডিসেম্বর আওয়ামী লীগের সম্মেলনের দিনে বিএনপি কর্মসূচি দেওয়ার সমালোচনা করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি সংঘাতের উসকানি না দিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার বেলা ১২টায় আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সম্মেলন প্রস্তুতি সভায় উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ২৪ তারিখ আমাদের জাতীয় সম্মেলন। আমরা তাদেরকে অনুরোধ করব, ঢাকা সিটিতে অহেতুক সংঘাতের উসকানি দেবেন না। সারাদেশ থেকে আমাদের নেতাকর্মীরা আসবে। আমরা সংঘাত চাই না। আপনারা করা মানেই সংঘাতের উসকানি দেওয়া।’
এদিন জামায়াত সমাবেশ করবে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তার মতে, এসব সমাবেশ সংঘাতের উসকানি দিচ্ছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।