অবশেষে সেই শহর দখলের দাবি রাশিয়ার
প্রকাশিত : ০৫:৫৬ অপরাহ্ণ, ২৮ মে ২০২২ শনিবার ১৪৪ বার পঠিত
ইউক্রেনের পূর্ব দোনেৎস্ক অঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লাইমান শহর পুরোপুরি দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এর বিবিসি শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছিল, ওই শহরের নিয়ন্ত্রণ নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার সকালের দিকে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা ওই শহরটি পুরোপুরি দখলে নেওয়ার দাবি করেছিল। অবশ্য ইউক্রেনীয় কর্মকর্তারা ওই শহরটির রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীর হাতে পতনের খবর জানালেও পুরোপুরি শহরটির নিয়ন্ত্রণ রাশিয়া নিতে পারেনি বলে দাবি করেছে।
কিয়েভের একজন প্রতিরক্ষা কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ইউক্রেনের সেনারা বর্তমানে শহরের উত্তর-পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ রাখতে লড়াই করছে।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা অলেক্সি আরেস্তোভিচ বলেছেন, রাশিয়ার সেনাদের লাইমান শহর দখল করার বিষয়টি ‘রাশিয়ার সেনাদের অভিযান পরিচালনা করার ব্যবস্থাপনা এবং কৌশলের দক্ষতা বাড়ার’ ইঙ্গিত দিচ্ছে।
দোনবাসের দোনেৎস্কে অবস্থিত লাইমান শহর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এ শহরটিতে রয়েছে একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন। এ শহরের পাশে রয়েছে একটি গুরুত্বপূর্ণ রাস্তা। যে রাস্তা দিয়ে দোনেৎস্কে ইউক্রেনের অধীনে থাকা শহরগুলোতে যাতায়াত করতে হয়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।