সোমবার ১০ নভেম্বর ২০২৫, ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

অবশেষে সরে দাঁড়ালেন আ.লীগের বিদ্রোহী ইমরান

প্রকাশিত : ০৬:২২ অপরাহ্ণ, ২৬ মে ২০২২ বৃহস্পতিবার ৪০৯ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

কুমিল্লা সিটি নির্বাচন থেকে অবশেষে সরে দাঁড়ানোর ঘোষণার দিয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাসুদ পারভেজ খান ইমরান। নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে কুমিল্লা চেম্বার অব কমার্স মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনে তিনি সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

এ সময় তিনি বলেন, দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি বৃহস্পতিবার বিকালে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন এবং নৌকার বিজয়ের জন্য কাজ করবেন। এ সময় ইমরানের সমর্থকরা তার পক্ষে দফায় দফায় শ্লোগান দিয়ে তাকে নির্বাচনে থাকার জোর দাবি জানান। এ সময় তিনি সমর্থকদের শান্ত থাকার আহবান জানান।

এদিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইমরান খান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ফলে আওয়ামী লীগ প্রার্থী শিবিরে স্বস্তি বিরাজ করছে। আসছে ১৫ জুন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ছিল প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT