শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

৭ উইকেট নিয়ে তাসকিনের ইতিহাস

প্রকাশিত : ০৬:১৪ পূর্বাহ্ণ, ৩ জানুয়ারি ২০২৫ শুক্রবার ১২ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

তাসকিন আহমেদ যে অসাধারণ ছন্দে আছেন সেই ছাপই যেন রাখলেন। বিপিএলে তিনি নতুন একটি রেকর্ড গড়ে ফেলেছেন। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ডানহাতি পেসার একাই নিয়েছেন ৭টি উইকেট।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মাত্র ৪ ওভার বল করে ১৯ রান দিয়ে ৭ উইকেট নেন তাসকিন। এটাই এখন বিপিএলের সেরা বোলিং ফিগার।

এতে ভেঙে গেল পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ আমিরের পুরানো রেকর্ড। ২০২০ সালে আমির খুলনা টাইগার্সের হয়ে সিলেট রয়্যালসের বিপক্ষে ১৭ রানে ৬ উইকেট নিয়েছিলেন।

তাসকিনের এই বোলিং ফিগার স্বীকৃত টি-টোয়েন্টিতে তৃতীয় সেরা। স্বীকৃত টি-টোয়েন্টিতে সেরা বোলিং ফিগার সাজরুল ইদ্রুসের। চীনের বিপক্ষে ২০২৩ সালে মালয়েশিয়ার এই বোলার ৮ রানে নেন ৭ উইকেট। এরপরের অবস্থান কলিন আকারম্যানের। ইংল্যান্ডের ভাইটালিটি ব্ল্যাস্টে বার্মিংহাম বিয়ার্সের বিপক্ষে লেস্টারশায়ারের হয়ে ১৮ রানে নেন ৭ উইকেট।

তাসকিনের আগুনে দিনেও অবশ্য খুব কম রান করেনি ঢাকা। ৯ উইকেটে তারা থামে ১৭৪ রানে। এদিন টস জিতে ব্যাট করতে নামা তাসকিন শুরুতেই নেন উইকেট। দ্বিতীয় ওভার বল করতে এসে নিজের দ্বিতীয় বলেই আউট করেন লিটন দাসকে, পরের ওভারে ফেরান তানজিদ হাসান তামিমকেও।

১৭তম ওভারে আবার বল করতে এসে পর পর দেন শাহাদাত হোসেন দিপু ও চতুরঙ্গ ডি সিলভাকে।

ইনিংসের শেষ ওভারে ২ রান দিয়ে তিন উইকেট নিয়ে রেকর্ড গড়েন তাসকিন।

হ্যাটট্রিকের সুযোগ তৈরিসহ তিন উইকেট নেন তাসকিন, ওই ওভারে তাসকিন দেন স্রেফ ২ রান।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT