১২ ডেপুটি জেলারকে বদলি
প্রকাশিত : ০৬:৫৮ পূর্বাহ্ণ, ২৩ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার ৩০ বার পঠিত
১২ ডেপুটি জেলারকে রদবদল করেছে কারা অধিদপ্তর। বুধবার অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামালের সই করা এক প্রজ্ঞাপনে এই বদলি করা হয়। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।
রদবদল হওয়া ডেপুটি জেলাররা হলেন- জান্নাতুল ফেরদৌসকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে, আবু ইউসুফকে দিনাজপুর জেলা কারাগারে, মো. বিলাল উদ্দীনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে, শাহনাজ বেগমকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে, তোফায়েল আহমেদ খানকে মাদারীপুর জেলা কারাগারে, সজীব কুমার সাহাকে গাজীপুর জেলা কারাগারে, মো. নাসির উদ্দিনকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২, মনির হোসেনকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে, মোসা. মোতাহারা খাতুনকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে, জান্নাতুল রাকিবাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে, রোখসানা ইয়াসমিনকে বগুড়া জেলা কারাগারে এবং মনিরুল হাসানকে পিরোজপুর জেলা কারাগারে (প্রেষণে সিলেট কেন্দ্রীয় কারাগার-২) বদলি করা হয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।