হাসিনার নির্যাতন-লুটতরাজের কারণে আ.লীগের পতন হয়েছে : মাসুদ সাঈদী
প্রকাশিত : ০৭:১৫ পূর্বাহ্ণ, ৯ নভেম্বর ২০২৪ শনিবার ২৪ বার পঠিত
স্বৈরাচার শেখ হাসিনার অত্যাচার, নির্যাতন, লুটতরাজের কারণে আওয়ামী লীগের পতন হয়েছে। তার দুঃশাসনের কারণে শেখ মুজিবকেও মানুষ আজ অসম্মান করছে বলে মন্তব্য করেছেন মাসুদ বিন সাঈদী।
শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় পিরোজপুর প্রেস ক্লাবে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
মাসুদ সাঈদী বলেন, বিগত ১৫/১৬ বছরে এই এলাকায় তিনজন জাদরেল এমপি ও সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী থাকলেও এলাকার মানুষের জন্য দৃশ্যমান কোনো উন্নয়ন করেননি। বিগত দিনে পিরোজপুরের যা কিছু উন্নয়ন হয়েছিল তা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর সময়ই হয়েছে।
তিনি বলেন, আগামী নির্বাচনে যদি আমি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, তবে প্রশাসনের তোষামোদি না করে জনগণের এবং সাংবাদিকদের সঙ্গে সমন্বয় করে সবার সহযোগিতা নিয়ে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য সুন্দর পিরোজপুর গড়ে তুলতে চাই।
প্রেস ক্লাবের সভাপতি রেজাউল ইসলাম শামিমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিক, ছাত্রশিবিরের জেলা সভাপতি মেহেদী হাসান প্রমুখ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।