শুক্রবার ১৭ জানুয়ারি ২০২৫, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

হত্যা মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে কারাগারে প্রেরণ

প্রকাশিত : ১১:১০ অপরাহ্ণ, ৫ জানুয়ারি ২০২৫ রবিবার ১২ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ১৫ পুলিশ সদস্য হত্যা, অস্ত্র লুট ও অগ্নিসংযোগ মামলায় সন্দিগ্ধ আসামী হিসেবে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।

সন্ধ্যায় পুলিশের কাছে হস্তান্তর করলে পুলিশ এনায়েতপুর থানার পুলিশ হত্যা মামলায় সন্ধিগ্ধ আসামী হিসেবে আদালতে উপস্থিত করেন।

আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি সিরাজগঞ্জ পুলিশ সুপার ফারুক হোসেন নিশ্চিত করে জানান, সন্ধ্যার দিকে সেনাবাহিনী আব্দুল লতিফ বিশ্বাসকে পুলিশের কাছে হস্তান্তর করেন।ৎ

এরপর এনায়েতপুর থানায় ১৫ পুলিশ সদস্য হত্যা মামলায় সন্ধিগ্ধ আসামী হিসেবে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে প্রিজন ভ্যানে তাকে সন্ধ্যার পর কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার দুপুরে সেনাবাহিনী সদস্যরা সাবেকমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে তার নিজ বাড়ী বেলকুচি উপজেলার কামারপাড়া থেকে আটক করে সিরাজগঞ্জ সরকারী কলেজ ক্যাম্পে নিয়ে আসে।

এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানী জানান, গত ৪ আগষ্ট ছাত্র-জনতা আন্দোলন চলাকালে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ওসিসহ ১৫ পুুলিশ সদস্যকে হত্যা, অস্ত্র লুট এবং অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় এসএই আব্দুল মালেক বাদী হয়ে মামলা দায়ের করেন। অস্ত্র ও পুলিশ সদস্য হত্যায় জড়িত কিনা এবিষয়ে পরবর্তীতে আদালতে আব্দুল লতিফ বিশ্বাসের বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে বলেও জানান তিনি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT