বুধবার ২৬ মার্চ ২০২৫, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

সমবায় অধিদপ্তরের দুর্নীতিবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

প্রকাশিত : ০৮:০৭ পূর্বাহ্ণ, ২৪ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার ৩৮ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

সমবায় অধিদপ্তরের দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণের দাবিতে বুধবার (২৩ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলন করেছে সমবায়ের কর্মকর্তা কর্মচারিরা।

সমবায় অধিদপ্তর ও সমবায় সেক্টর হতে আওয়ামী লীগ সরকার দুর্নীতিবাজ সিন্ডিকেটের কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ এবং বিচারের দাবীতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে আমরা সমবায়ী।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- আইডিয়াল কোঅপারেটিভ সোসাইটি লি থেকে আবুল কাসেম, কিংশুক বহুমুখী সমবায় সমিতির লি.এর বিল্লাল লোকমান, সমবায় উন্নয়ন ফোরামের মো. মজিবুর রহমান, চেতনা বহুমুখী সমবায় সমিতির লি. এর মো. আনোয়ারুল হক, ইয়েস মাল্টিপারপাস কো. সো. লি. সাব্বির হোসেন।

বক্তারা বলেন, বিগত ১৬ বছরের আওয়ামী লীগের শাসনের অবসান হওয়ায় দেশের সব সরকারি প্রতিষ্ঠানগুলোতে সুশাসন প্রতিষ্ঠা হতে শুরু করেছে। বর্তমান অন্তর্বর্তী সরকার দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা বন্ধে বিভিন্ন পর্যায়ে সংস্কারের পদক্ষেপ নিয়েছে। কিন্তু এই আন্দোলন বা সংস্কারের কোন ছোঁয়াই লাগেনি সমবায় অধিদপ্তরে। এখনো তাদের শাসন চলছে। শেখ হাসিনা সরকারের সময়ে যে সকল কর্মকর্তাদের দিয়ে সমবায় অধিদপ্তরের প্রশাসন সাজিয়ে ছিল এখনো তারাই স্বপদে বহাল রয়েছে।

সমবায় অধিদফতরের ডিজি, অতিরিক্ত নিবন্ধক (প্রশাসন) ও উপ-নিবন্ধক (প্রশাসন) এখনো তাদের পদে বহাল থেকে সীমাহীন স্বেচ্ছাচারিতার মাধ্যমে সকল সাধারণ কর্মচারীদের অতিষ্ঠ করে তুলেছেন। তারা আরও বলেন, সাধারণ সমবায়ী ও কর্মকর্তা-কর্মচারীদের সুষ্ঠু কজের পরিবেশ ফিরিয়ে আনার জন্য আওয়ামী সিন্ডিকেট ভেঙ্গে দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ করে বিচার করার দাবি জানান তারা।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT