শিবপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৬
প্রকাশিত : ০৮:৩৩ পূর্বাহ্ণ, ২৭ অক্টোবর ২০২৪ রবিবার ৫০ বার পঠিত
নরসিংদীর শিবপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে শিবপুর উপজেলার পঁচারবাড়ি এলাকার সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে শিবপুর মডেল থানার ওসি আফজাল হোসেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরের দিকে একটি মালবাহি ট্রাক উপজেলা পঁচারবাড়ি এলাকার সড়কে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশা সাথে সংঘর্ষ ঘটে। এতে সিএনজিটি ডুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজিতে থাকা ৫ জন যাত্রী ও চালক মারা যায়। পরে স্থানীয় পুলিশের খবর দিলে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।
শিবপুর মডেল থানার ওসি আজাল হোসেন বলেন, নিহতদের লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হচ্ছে। এখনো তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। আমাদের তদন্ত চলছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।